ওটিটিতে আসছেন কারিনা কাপুর

পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে আসছেন তিনি

ওটিটিতে আসছেন কারিনা কাপুর
ওটিটিতে আসছেন কারিনা কাপুর

প্রথম নিউজ, ডেস্ক : ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের তারকা অভিনেত্রী করিনা কাপুর খান। বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে আসছেন তিনি। জাপানি লেখক কেইগো হিগাসিনো-র ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এস’-র বলিউড ভার্সন আসছে নেটফ্লিক্সে। সেখানে করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জয়দীপ আহাতওয়াত ও বিজয় বর্মা। সম্প্রতি নেটফ্লিক্স এক টুইটে জানায়, ‘নেটফ্লিক্সের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করবেন জয়দীপ, বিজয় ভার্মা। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।’

টানা বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কারিনা বলেন, ‘ছবিটির অংশ হতে পেরে আমি বিভিন্ন কারণে উচ্ছ্বসিত। নেটমাধ্যমে এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছি।’ পরিচালক সুজয় ঘোষের প্রশংসা করে কারিনা বলেন, ‘ওর কাজ দেখেছি। বলাই বাহুল্য ওর ছবি দারুণ লাগে, কাজের নিজস্ব ধরন আছে। তাছাড়া ও কী করতে চাইছে সেই বিষয়েও নিশ্চিত থাকে।’

জেহ-এর জন্মের পর এই সিনেমার মাধ্যমেই অভিনয়ে ফিরতে চলেছেন কারিনা কাপুর। তবে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে তা জানা যায়নি। এটি প্রযোজনা করছে ১২তম স্ট্রিট এন্টারটেইনমেন্ট, নর্দান লাইটস ফিল্মস, ক্রস পিকচার্স। এছাড়া আগস্টে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন কারিনা। সঙ্গে থাকছেন আমির খান। অনেকবার মুক্তির তারিখ পিছনোর পর নতুন করে ১১ আগস্ট মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে সিনেমাটির।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom