করোনায় আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর
করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর।

প্রথম নিউজ, ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। আজ সোমবার সামাজিক মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ঊর্মিলা। বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৭ বছর বয়সী এই তারকা। ঊর্মিলা লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। তবে ভালো আছি এবং বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছে, তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন।
সাবধানে দীপাবলি উদযাপন করুন। সম্প্রতি অভিনেত্রী শাবানা আজমি আয়োজিত একটি ‘গেট টুগেদার’-এ অংশ নিয়েছিলেন ঊর্মিলা। সেখানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা অনিল কাপুরও। একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমেও সেটি পোস্ট করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: