ইমরানের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ, ফের গ্রেপ্তারের শঙ্কা

ইমরানের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ, ফের গ্রেপ্তারের শঙ্কা

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিনের মেয়াদ বৃদ্ধির পরপরই তার বাসভবন পুলিশ ঘিরে ফেলেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।

দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে এবং তার গ্রেপ্তার অত্যাসন্ন। টুইটে তিনি বলেন, আমাকে পরবর্তী গ্রেপ্তারের আগে সম্ভবত এটিই সর্বশেষ টুইট। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে।

গত সপ্তাহে দুর্নীতির এক মামলায় দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করেছিল। পরে আদালত তাকে জামিনের নির্দেশ দেয়। ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।