ইতিহাস নিষ্ঠুর সে সবকিছু মনে রাখে: ফারুকী
দেশের খ্যাতিমান নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমা।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দেশের খ্যাতিমান নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমা। তবে গুলশানের হলি আর্টিজানের ঘটনার ছায়া অবলম্বনে বানানো ‘শনিবার বিকেল’- ছবিটি দীর্ঘ প্রায় চার বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে আছে। তবে যেসব জায়গায় সমাধান প্রয়োজন তা তথ্য মন্ত্রণালয় থেকে সংশোধনের চিঠি পাঠানো হবে বলা হলেও এখনো সে চিঠি পাননি নির্মাতা। আর এ কারণেই এবার নিজের নীরবতাকে ভেঙে নিজের মধ্যে থাকা বিষাদের সুর ফুটিয়ে তুললেন। ৯ই জানুয়ারি সন্ধ্যায় ফেসবুক পোস্টে তার সিনেমা আটকে থাকলেও একই ঘটনা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ মুক্তি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফারুকী লিখেন, প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’- মুক্তি পাচ্ছে ৩রা ফেব্রুয়ারি। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।
তবে কেন তার এ ছবি আটকে আছে সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি। তিনি আরও লিখেন, আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া? ইতিহাস নিষ্ঠুর, সে সবকিছু মনে রাখে। উল্লেখ্য, ২০১৬ সালে গুলশানে অবস্থিত হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: