Ad0111

আশার আলো দেখছেন প্রযোজক পরিচালকরা

আশার আলো দেখছেন প্রযোজক পরিচালকরা
আশার আলো দেখছেন প্রযোজক পরিচালকরা

প্রথম নিউজ, ডেস্ক : মহামারির তাণ্ডব গত দুই বছরে দেখেছে বিশ্ব। করোনার হানা দাগ কেটে আছে শিল্প-সংস্কৃতির জায়গাতেও। তবে সিনেমা হলের বাতি ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। প্রযোজক, পরিচালক, শিল্পী, টেকনিশয়ান সকলের মুখে এখন ফের সম্ভাবনার কথা। নতুন সিনেমা নিয়ে প্রযোজক-পরিচালকরা প্রস্তুত।  আশার আলো দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য প্রস্তুত হয়ে আছে ঢালিউড সুপারস্টার শাকিব খান, আরিফিন শুভ, অপু বিশ্বাস, সিয়াম, পরীমনি, পূজা চেরি, সাইমন, আঁচল, মাহি, বাপ্পিসহ অনেক তারকার নতুন সিনেমা। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে নির্মাতারা তাদের আটকে পড়া নতুন ছবি মুক্তি দিতে শুরু করেছেন। ৩রা ডিসেম্বর সানোয়ার সানী ও ফয়সাল আহমেদ পরিচালিত এবং আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এরপর মুক্তি পাবে ইরানি পরিচালক মর্তুজা আতাশ জমজম পরিচালিত ও অনন্ত জলিল অভিনীত ছবি ‘দিন: দ্য ডে’। ৭ই জানুয়ারি সিয়াম, পূজা অভিনীত ‘শান’ ছবি মুক্তির জন্য চূড়ান্ত। ওয়াজেদ আলী সুমন পরিচালিত শাকিব খান-দর্শনা অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। একইসঙ্গে শাকিব খান ‘গলুই’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরেছেন। ‘গলুই’ ছবিতে শাকিবের নায়িকা পূজা চেরি। অনুদানের এ ছবি পরিচালনা করছেন এস এ হক অলিক। শাকিব খান বলেন, এখনো ‘গলুই’র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরও ক’দিন সময় লাগবে। ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তার নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে। এদিকে মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ভালো মানের সিনেমা আসলে অবশ্যই সংকটের সময় কাটবে। মানসম্মত সিনেমা পেলে দর্শকরা সিনেমা হলে আসবে এবং ব্যবসাও ফিরবে সিনেমার। তবে মানসম্মত সিনেমা মুক্তির ধারাবাহিকতা থাকতে হবে। ঢাকা এবং চট্টগ্রামের লায়ন প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী, প্রযোজক ও পরিবেশক মির্জা আবদুল খালেক বলেন, করোনার কারণে দর্শকরা সিনেমা হল থেকে মাঝে সরে গেছে। সেইসঙ্গে ভালো মানের ছবিও দরকার আমাদের। সেই ধরনের সিনেমা কম হচ্ছে। কম বাজেটে ধারাবাহিকভাবে ভিন্ন গল্পের সিনেমা প্রয়োজন। সেই সঙ্গে আমাদের এখানে বায়োপিক হতে পারে। এই ধরনের সিনেমায় দর্শকের আগ্রহ বেশি থাকে। ভালো সিনেমা ধারাবাহিকভাবে মুক্তি পেলে দর্শকরা আবারো সিনেমা হলে ফিরবে। এদিকে আগামী ১০ই ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাল মোরগের ঝুঁটি’- সিনেমাটি। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সরকারি অনুদানে তৈরি এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, আশীষ খন্দকার, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। এদিকে, গত মাসে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ আর ‘চন্দ্রাবতী কথা’ ছবি দু’টি ছিল আলোচনায়। ডিপজল প্রযোজিত ও এফ আই মানিক পরিচালিত ও ডিপজল, সোহেল রানা, দিতি, রোমানা, জায়েদ খান প্রমুখ অভিনীত ‘এ দেশ তোমার আমার’ ছবিটি প্রায় ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ৫ই নভেম্বর। ১২ই নভেম্বর আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আজমেরী বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ এবং এম কে জামান পরিচালিত ও রাফাত রউফ ও রোজ অভিনীত ‘তোর মাঝে আমার প্রেম’, ১৯শে নভেম্বর অনন্য মামুন পরিচালিত নিরব, প্রিয়মণি, নওশাবা অভিনীত ‘কসাই’, ২৬শে নভেম্বর মনতাজুর রহমান আকবর পরিচালিত জয়, আঁচল, আমান অভিনীত ‘আয়না’ এবং রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, রোজী সিদ্দিকী প্রমুখ অভিনীত ‘নোনা জলের কাব্য’ মুক্তি পাবে। এ ছাড়া সামনে মুক্তি পাবে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘আনন্দ অশ্রু’, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’,  ‘বিদ্রোহী’, ‘পরাণ’, ‘ক্যাসিনো’, ‘বর্ডার’, ‘বিউটি সার্কাস’, ‘কমান্ডো’, ‘সাইকো’, ‘সাহসী যোদ্ধা’, ‘তালাশ’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিগুলো। চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিশ্বাস, সংকটের সময়কে সম্ভাবনায় রূপান্তর করবে নতুন এই সিনেমাগুলো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news