আর প্রযোজনা করব না, শুধু অভিনয় করব: অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। এরপরই সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়

 আর প্রযোজনা করব না, শুধু অভিনয় করব: অনন্ত জলিল
 আর প্রযোজনা করব না, শুধু অভিনয় করব: অনন্ত জলিল-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : গত কোরবানির ঈদে মুক্তি পায় ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। এরপরই সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুরু থেকেই অনন্ত দাবি করে আসছিলেন এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। তবে সিনেমাটির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম জানান এর বাজেট ৪ কোটি টাকা! এদিকে দেশের সব হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

সব মিলিয়ে মন ভেঙেছে অনন্ত জলিলের। আর তাই তো প্রযোজনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অননন্ত বলেন, ‘নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাব না। আমার মনে হয় উনারা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখেন। তারা মনে করেন আমি ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু আমি কখনও মনে করিনি।’

এই অভিনেতা আরও যোগ করেন ‘চলচ্চিত্রের পাশে আমি যেভাবে ছিলাম, সেভাবে আর পাবে না আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি।’

এদিকে জানা গেছে, নতুন আরও একটি সিনেমা ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। যার মহরত হতে যাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। অনন্ত'র একটি ঘনিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বিএফডিসিতে অনুষ্ঠিত হবে এই মহরত। ছবির নাম ও শিল্পী তালিকা এখনো জানা যায়নি। গোপন রেখেছেন এই নায়ক৷