তেলের দাম বাড়ার প্রতিবাদে হিরো আলমের গান

 তেলের দাম বাড়ার প্রতিবাদে হিরো আলমের গান
তেলের দাম বাড়ার প্রতিবাদে হিরো আলমের গান -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। এবার গান গেয়ে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানালেন তিনি।

গত সোমবার (০৭ মার্চ) বিকালে রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গানটি। গানটির শিরোনাম ‘তেলের দাম বাড়লো রে ভাই আমাগো দেশে’। গানটির কথা লিখেছে তমিজ খান, সুর-সংগীতাজন করেছে ওহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার ( ০৮ মার্চ ) হিরো আলম নিজস্ব ইউটিউব চ্যানেল হিরো আলম অফিসিয়াল ও তার ফেসবুক পেজ থেকে দেখা যাবে গানটি। এর আগে হিরো আলম ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনামে গান গেয়েছেন।

হিরো আলম বলেন, গরীবের পেটে ভাত না থাকলে হয় না। আর সেই ভাত খেতে গেলে দুইটা জিনিস লাগে- একটা হলো তেল, অন্যটি লবণ। বর্তমানে আমাদের দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তাই আজ প্রতিবাদমূলক একটি গান করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।

তিনি বলেন, আমি কোনো ইস্যু ছাড়া কথাবার্তা বা গান করিনা। হিরো আলম সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এবং সব সময় সত্যের পক্ষে প্রতিবাদ করবেন।

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তি অপেক্ষায় তার তিনটা সিনেমা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom