আকাঙ্ক্ষা দুবের হত্যা তদন্তে নয়া মোড়

পুলিশ বলছে অভিনেত্রীর অন্তর্বাস থেকে মিলেছে স্পার্ম (শুক্রাণু)। তারা সে স্পার্মের সঙ্গে অভিযুক্তদের ডিএনএ মিলিয়ে দেখবে।

আকাঙ্ক্ষা দুবের হত্যা তদন্তে নয়া মোড়

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত ২৬শে মার্চ হোটেল রুম থেকে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সমর সিং ও তার ভাই সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এবার তদন্ত নয়া মোড় নিয়েছে। পুলিশ বলছে অভিনেত্রীর অন্তর্বাস থেকে মিলেছে স্পার্ম (শুক্রাণু)। তারা সে স্পার্মের সঙ্গে অভিযুক্তদের ডিএনএ মিলিয়ে দেখবে। এরইমধ্যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।