প্রথমবার দেয়া হচ্ছে ‘আলী যাকের সম্মান’ পদক

প্রথম নিউজ, ডেস্ক : বাংলা নাট্যাঙ্গনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব আলী যাকের। নাটকের চর্চা, প্রসার ও নাট্য আন্দোলনে বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই রেখেছেন অগ্রণী ভূমিকা। রচনা, অভিনয় ও নির্দেশনা- শিল্পের তিন মাধ্যমেই ঘটিয়েছিলেন নিজের সফল বহিঃপ্রকাশ। গুণী এই মানুষের জীবন ও কর্মকে উদ্যাপন করতেই রেপার্টরি থিয়েটার দল আগন্তুক-এর উদ্যোগে প্রথমবার দেয়া হচ্ছে ‘আলী যাকের সম্মান’ পদক। আগামী শুক্রবার (১২ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেয়া হবে এই পদক। সেইসঙ্গে অনুষ্ঠানে থাকবে নাটক, গান, নাচ, কবিতা ও স্মৃতিকথা। প্রথমবার কে পাচ্ছেন ‘আলী যাকের সম্মান’? জানতে চাইলে আগন্তুকের পক্ষে অভিনেতা শতাব্দী ওয়াদুদ বলেন, শুক্রবার পদক প্রদানের দিনেই আমরা সবাইকে জানাতে চাইছি। তবে যাকে আলী যাকেরের মতো নাট্য পুরোধার নামে পদকটি দেয়া হচ্ছে, তিনি সর্বজন সম্মানিত ও গুণী মানুষই।
রেপার্টরি নাট্যচর্চার মনভঙ্গি নিয়ে ২০১১ সালে দেশের নাট্যাঙ্গনে যাত্রা শুরু করে আগন্তুক। দলটির প্রযোজনায় জনপ্রিয়তা পেয়েছে ধলেশ্বরী অপেরা ও অন্ধকারের মিথেন-এর মতো নাটক। শতাব্দী ওয়াদুদ ছাড়াও আগন্তুকে আছেন ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ারসহ বেশকিছু নাট্যদলের সদস্যরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: