আউটসোর্সিং থেকে রাজস্বে স্থানান্তরের বিষয়টি আমলে নিয়েছে ইসি

আউটসোর্সিং থেকে রাজস্বে স্থানান্তরের বিষয়টি আমলে নিয়েছে ইসি

প্রথম নিউজ, ঢাকা : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতায় নিয়োগ হওয়া আউটসোর্সিংয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা দুই দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন। আন্দোলনকারীদের দাবি, আউটর্সোসিং থেকে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যেই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

বর্তমানে আন্দোলনরতরা নিজ কর্মস্থল ছেড়ে দাবি আদায় করতে নির্বাচন কমিশন সচিবালয়ে অবস্থান নিয়েছেন। তবে নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় সব কর্মচারীদের নামের তালিকা চেয়েছেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

অফিস আদেশে জানানো হয়, কুমিল্লা অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে কর্মরত আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসে (আইডিইএ) প্রকল্প (২য় পর্যায়) যে সব ডাটা এন্ট্রি অপারেটর ও স্ক্যানিং অপারেটর গত ২১ ও ২২ আগস্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত ছিলেন তাদের নামের তালিকা অত্র কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।