হাটহাজারীতে বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিয়াউর রহমান সাকিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ আগস্ট) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে চট্টগ্রামে বন্যায় দুই যুবকের মৃত্যু হলো।
স্থানীয় বাসিন্দা ফাহিম আবদুল্লাহ জানান, সাকিব তাদের ঘরে বন্যার পানি ঢুকতে শুরু করলে তড়িঘড়ি করে আইপিএসের সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।