হাসিনার কথার কেন পুনরাবৃত্তি হবে, প্রশ্ন রিজভীর
প্রথম নিউজ, অনলাইন: শেখ হাসিনার কথার কেন পুনরাবৃত্তি হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কেউ কেউ রাজনৈতিক দল করার কথা বলছেন, মানুষ তো প্রশ্ন তুলতেই পারে। বিভিন্ন ধরনের কথা যদি আসে তাহলে রাজনৈতিক দলগুলো তো মনে করতেই পারে যে, অন্তর্বর্তী সরকারের কোন মাস্টার প্ল্যান রয়েছে।
জন প্রত্যাশা এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে রিজভী বলেন, যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন। তখন মনে হয়, শেখ হাসিনার সেই বক্তব্যের প্রতিধ্বনি, আগে উন্নয়ন-পরে গণতন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক, কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। যে গণতন্ত্রের জন্য ১৬ বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করেছে-লড়াই করেছে-রক্ত ঝড়িয়েছে-নিজের জীবন উৎসর্গ করেছে। এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন? এত গড়িমসি কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা, এটা কি অন্যায়? গণতন্ত্র মানে আলোচনা হবে জিজ্ঞাসা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি- আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব প্রমুখ।