ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৮ জনের মর্মান্তিক মৃত্যু
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে কারখানাটির কমপক্ষে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই দুর্ঘটনা ঘটে। বিকালে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা গেছে। এই ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছেন মন্ত্রী। তিনি ভয়াবহ এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।
বক্তৃতাকালে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে আগতদের এক মিনিট নীরবতা পালন করারও আহ্বান জানান তিনি। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। ডিস্ট্রিক্ট কালেক্টর সঞ্জয় কোল্টে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমের একটি যৌথ দল কাজ করছে। বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে। এদের একজন বাদে সকলকেই জীবিত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের পর কারখানাটির উপরে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।