৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামে এক পোশাক কারখানার আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, খবর পাওয়ামাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে এসেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সময় কারখানার ভেতর কেউ ছিল না। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালাবদ্ধ ছিল। এসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙতে হয়েছে। কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা সময় লাগছিল। পরে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।