‘জনগণ তো বিদ্যুৎবিল বকেয়া রাখেনি, তাহলে টাকা গেল কই’

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে আগানগর ইউনিয়ন বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জনগণ তো বিদ্যুৎবিল বকেয়া রাখেনি, তাহলে টাকা গেল কই’

প্রথম নিউজ, কেরানীগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বলে এখন ঠিকমতো বিদ্যুৎ দিতে পারছে না। টাকা না থাকায় কয়লা কিনতে পারছে না। কয়লার অভাবে পায়রা ও রামপালসহ অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে আছে। জনগণ তো বিদ্যুৎ বিল বকেয়া রাখেনি, তাহলে টাকা গেল কোথায়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে আগানগর ইউনিয়ন বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, টাকা নাই অথচ সাত লাখ কোটি টাকার বাজেট দেয়- এই হল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী বলেন, যেই মাটিতে রক্ত ঝরে সে মাটি আরো প্রতিবাদী হয়ে ওঠে। কেরানীগঞ্জের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলে দিতে চাই আপনার অবৈধ-দুঃশাসনে আমার রক্ত ঝরেছে, এতে আরো শক্তিশালী হয়ে রাজপথে নেমেছি।

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ খানের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ইশা খাঁ প্রমুখ।