হাতাহাতিতে জড়িয়ে কঠিন শাস্তি পেলেন চেলসির সাবেক ও বর্তমান কোচ
স্ট্যামফোর্ড ব্রিজে ডাগআউট হাতাহাতির ঘটনায় কঠিন শাস্তি পেলেন সাবেক চেলসি এবং বর্তমান টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তে এবং বর্তমান চেলসি কোচ থমাস তুখেল
প্রথম নিউজ, ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে ডাগআউট হাতাহাতির ঘটনায় কঠিন শাস্তি পেলেন সাবেক চেলসি এবং বর্তমান টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তে এবং বর্তমান চেলসি কোচ থমাস তুখেল। উচ্চকিত উদযাপন এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে দ্বিমতের জেরে গত রোববার চেলসি-টটেনহ্যাম ম্যাচ চলাকালে বারবার লেগে যাচ্ছিল তাদের। ম্যাচ শেষে করমর্দনের সময় সেটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়, দু’জনেই দেখেন লাল কার্ড।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যাচ চলাকালে এই কাণ্ডের জন্য তুখেলকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৩৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। কন্তে নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে গেলেও পেয়েছেন অর্থদণ্ড, জরিমানাস্বরূপ তাকে দিতে হবে ১৫ হাজার পাউন্ড। তুখেলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কারণ লিখিত আকারে এখনো না দেওয়ায় তার এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি আপাতত স্থগিত রয়েছে। তাই আগামীকাল রোববার লিডসের বিপক্ষে চেলসির ম্যাচে ডাগআউটে তাকে দেখা যেতে পারে।
চেলসি কোচ তুখেলের শাস্তি অবশ্য আরও বাড়তে পারে। ম্যাচ শেষে রেফারি অ্যান্থনি টেলরের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তার সমালোচনা করেন এই জার্মান। চেলসির বিপক্ষে ম্যাচে বরাবরই পক্ষপাতদুষ্ট আচরণের জন্য এই রেফারিকে পরবর্তীতে চেলসির ম্যাচ পরিচালনার দায়িত্ব না দিতেও অনুরোধ করেন তিনি।
কোচদের প্রকাশ্যে ম্যাচ অফিসিয়ালদের সমালোচনার বিষয়টি ভালো চোখে দেখে না প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাই রেফারিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তুখেলের ওপর আরও কঠোর শাস্তির খড়গ নেমে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews