শেষ টেস্ট খেলতে ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দল
দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল
প্রথম নিউজ, ডেস্ক : দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। তবে কয়েকদিন পর ঢাকা থেকে চট্টগ্রামে চলে যেতে হয় তাদের। সেখানে গত ১৫ মে প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৯ মে) শেষ হয়েছে এই টেস্ট ম্যাচ। এবার অপেক্ষায় ঢাকা টেস্ট। মিরপুরে ম্যাচটি শুরু হবে আগামী ২৩ মে।
এই টেস্টে অংশ নেওয়ার জন্য আজ শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকাথয় আসে দুই দল। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। সেখান থেকে সোজা টিম হোটেলে উঠেছে। তবে আজ আর কোনো অনুশীলনে নামবে না স্বাগতিক এবং সফরকারী শিবির। বিশ্রামে থাকবে তারা।
চট্টগ্রাম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচের ভাগ্য। যেখানে লঙ্কানরা আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ৩৯৭ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৪৬৫ রান। এতে ৬৮ রানের লিড জমা হয়। পরে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করলে পরিস্থিতি বিবেচনায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
সব ঠিক থাকলে ২৭ মে শেষ হবে দুই টেস্টের এই সিরিজ। এরপর ২৮ মে বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশে উড়াল দেবেন দিমুথ করুনারত্নেরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews