সিরাজুল আলম খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে আজ ২০ মে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : ‘নিউক্লিয়াস'-'বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে আজ ২০ মে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। উল্লেখ্য, তিনি গত ৭ মে রাত সাড়ে দশটায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকবৃন্দের পরামর্শে তাঁকে আজ শমরিত হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রাম পরিচালনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। পরে ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।
সিরাজুল আলম খান-এর পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক অসুস্থতা এবং দ্রুত আরোগ্য প্রাপ্তির জন্য দেশবাসির নিকট দোয়া প্রার্থনা করছেন।