নরসিংদীতে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. সালাউদ্দিন (৩০) বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন। এটা নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ গুলির ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওই যুবক ।
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, নির্বাচন ও পূর্বশত্রুতার জের ধরে রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: