সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে : মায়া
তিনি আরও বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৩ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করছে, মানুষের সেবা করছে। আমরা কিছুটা রিল্যাক্স মুডে ছিলাম। এর মধ্যেই বিএনপি-জামায়াত হত্যার হুমকি দেয়।
প্রথম নিউজ, চাঁদপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমানে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে। তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। তাদের আশা কখনো পূরণ হবে না।
শুক্রবার (০৩ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৩ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করছে, মানুষের সেবা করছে। আমরা কিছুটা রিল্যাক্স মুডে ছিলাম। এর মধ্যেই বিএনপি-জামায়াত হত্যার হুমকি দেয়। আপনাদের বলে দিতে চাই, নির্বাচনে অংশগ্রহণ করুন। নির্বাচনে অংশগ্রহণ না করে কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না। এই চেষ্টা করে কোনো লাভ নাই। আপনাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। জনগণ তা মেনে নেবে না।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা। কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি। আর ভারপ্রাপ্ত চেয়ারপারসনও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকতে চাই।
ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ সরকারের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন। বক্তব্য দেন- আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, আওয়ামী লীগ নেতা মিয়া মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, মো. শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।
আরও বক্তব্য দেন- ছেঙ্গারচর পৌর আওয়ামী সভাপতি মনির হোসেন, লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews