সাভারে চোখে সূতা কাটার চাকু ঢুকিয়ে দিলেন সতিন
গুরুতর অবস্থায় সালমা বেগম (৩৫) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথম নিউজ, সাভার: সাভারে সতিনের দেওয়া আঘাতে এক চোখ নষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন এক নারী। গুরুতর অবস্থায় সালমা বেগম (৩৫) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী সালমা অভিযোগ করেন, তার ছোট সতিন পারিবারিক কলহের জের ধরে এমনটি করেছেন।
ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পোশাক কারখানা থেকে বের হয়ে সাভার ফায়ার সার্ভিসের সামনে এলে সতিন নূর নেছা (৩১) আমার পথরোধ করে। এসময় পথরোধের কারণ জানতে চাইলে সে সূতা কাটার চাকু দিয়ে আমার চোখে ও বুকে আঘাত করে। এ সময় আমি অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে আছি।
সালমার ভাই আল-আমিন বলেন, মোতালেব আমার বোনকে বিয়ে করেন ১৮ বছর আগে। ৩-৪ বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন নূর নেছাকে। সেই থেকে তাদের মধ্যে বিরোধ লেগেই আছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, চোখে রক্তাক্ত জখম হয়েছে। তার বাম চোখ নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা চেষ্টা করছেন ভালো করে তুলতে।
তবে বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: