নরসিংদীতে বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন
নাগরিয়াকান্দি এলাকার কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর কামারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাগরিয়াকান্দি এলাকার কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবী মিয়া (৪০) কামারগাঁও এলাকার আলমাস মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নিহত নবী মিয়ার সঙ্গে তার বড়ভাই আলী হোসেনের মনমালিন্য চলে আসছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তির ভাগাভাগি হয়। এরই জের ধরে বৃহস্পতিার সকাল ১০টার দিকে বাড়ির সীমানা দেওয়াল নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এ সময় বড়ভাই আলী হোসেন উত্তেজিত হয়ে তার ছোটভাই নবী মিয়ার পেটে ছুরিকাঘাত করেন। পরে বাড়ির আশপাশের লোকজন নবী মিয়াকে আহতাবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। শহর পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল আলম জানান, জমি সংক্রান্ত বিধোদের জেরেই এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। এর বাইরে কোনো বিষয় রয়েছে কিনা তা জনতে তদন্ত শুরু করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: