কালকিনিতে ঘরে ঢুকে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
নিহতের মা কহিনুর বেগম বলেন, আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কাতার প্রবাসী।
প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে জহিরুল সরদার (১৬) নামে এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহিরুল সরদার কালকিনি মহরুদ্দিন চর এলাকার কাতার প্রবাসী বারেক সরদারের ছেলে। সে স্থানীয় সমিতিরহাট এ.কে. মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পূর্ব এনায়েতনগর মহরুদ্দিনের চর এলাকার নিজ ঘর হতে জহিরুল সরদার নামে এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়টি খতিয়ে দেখছি। নিহতের গলায় ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের মা কহিনুর বেগম বলেন, আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কাতার প্রবাসী। আমাদের তেমন কোনো শত্রু নেই। ঘরের তিন রুমের মধ্যে উত্তর কোনার রুমে জহিরুল ঘুমাত। আমরা কোনো সাড়া-শব্দ পাইনি। কেন এবং কী কারণে হত্যা করেছে, এখনও বুঝতে পারছি না। তবে যারাই হত্যা করুক, আমি হত্যাকারীদের ফাঁসি চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা বলেন, ঘটনা শোনার পর আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আমলে নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাদের আইনগত শাস্তি পেতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: