টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ১

রোববার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে আউচপাড়া মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিন নামে আরও এক যুবক আহত হয়েছেন।

টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ১

প্রথম নিউজ,গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম কাওসার আহমেদ সুমন ওরফে তানন (২৮)।

রোববার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে আউচপাড়া মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিন নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত সুমন টঙ্গীর বড় দেওড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফজলুল হকের ছেলে। তিনি বড় দেওড়া এলাকায় পাইকারি ডিমের ব্যবসা করতেন।

নিহতের ছোট ভাই ইমন জানান, রাতে বন্ধুদের সঙ্গে আউচপাড়া মেরিট স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন সুমন। এসময় ২৫-৩০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা সুমন ও তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কী নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom