সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে সংবাদ সম্মেলনে জানালেন মেয়র

সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে সংবাদ সম্মেলনে জানালেন মেয়র

প্রথম নিউজ, কুমিল্লা : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মেয়র বকতার হোসেন বখতিয়ারসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মেয়র বকতার হোসেন বখতিয়ার

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য (এমপি) নাছিমুল আলম চৌধুরী নজরুলসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বরুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র বকতার হোসেন বখতিয়ার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরুড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মেয়র বকতার।

তিনি জানান, স্থানীয় এমপি ও তাকেসহ দলের পাঁচ নেতার নামে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

সংবাদের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সব দরপত্র ইজিপি প্রক্রিয়ায় হওয়ায় টেন্ডার বাণিজ্য করার কোনও সুযোগ নেই। টেন্ডার বাণিজ্যের বিষয়টিও মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। তাই গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পত্রিকাটির ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। পরে আদালত মামলাটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে তদন্তের নির্দেশ দেন।’ 

মামলার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মাসুদ সালাউদ্দিন  বলেন, ‘বরুড়া পৌরসভার মেয়র বাদী হয়ে মানহানির অভিযোগ তুলে একটি মামলার আবেদন করেন। কুমিল্লার আমলি আদালত-৭-এর বিচারক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদের আদালতে মামলার আবেদন করি। তিনি মামলাটি তদন্তের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে নির্দেশ দেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, সহসভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি আবু ইসহাক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল, যুবলীগ নেতা সোহেল সামাদ, বরুড়া পৌরসভার প্যানেল মেয়র আবুল কাশেম ও শাহিনুরসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।