স্পেনের ছিটমহলে প্রবেশের চেষ্টা, ১৮ অভিবাসী নিহত
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টার সময় ১৮ অভিবাসী নিহত হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টার সময় ১৮ অভিবাসী নিহত হয়েছে। বিশাল ওই জনসমাগমে আরো অনেকে আহত হয়েছেন। প্রতিবেশী মরক্কোর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ওই সংঘর্ষের পর বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও অভিবাসীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
গত মার্চে স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের পর এটাই প্রথম গণপ্রবেশের প্রচেষ্টা।
পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসনের পরিকল্পনাকে স্পেন সমর্থন করার পরেই দুদেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।
স্প্যানিশ কর্মকর্তারা বলছেন, কয়েকশ অভিবাসী বেড়া কেটে ছিটমহলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ অভিবাসীকেই ফেরে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু তারপরেও শতাধিক অভিবাসী ছিটমহলে প্রবেশ করতে সক্ষম হন। তাদের একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখার প্রক্রিয়া চলছে।
ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অধিকাংশ সাব-সাহারান অভিবাসীদের জন্য সাম্প্রতিক বছরে মেলিলা ও সেউটা প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews