সোনার বাংলা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করতে হবে: শিল্পমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় নরসিংদী থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সোনার বাংলা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করতে হবে: শিল্পমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করবো এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবো- এটাই হোক মহান বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় নরসিংদী থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বঙ্গবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকেই দেশ ও জাতির কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এবং ২০৪১ সালের মধ্যেই গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমিন, বিএসটিআই’র মহাপরিচালক মো. আবদুস সাত্তার, বিটাক’র মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। আলোচনা সভার শুরুতেই জাতির জনকসহ সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।