সোনারগাঁয়ে পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা

সোনারগাঁয়ে পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা
সোনারগাঁয়ে পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতার স্ত্রী মোসা. নীলা বেগমকে (৪০) পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মার্চ) বিকালে সাদিপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী নীলা বেগম (৪০) আত্মহত্যা করেছেন। কিন্তু নিহতের স্বামী যুবলীগ নেতা দেলোয়ার হোসেন তার স্ট্রোক মারা গেছেন বলে প্রচার করেন। স্থানীয়রা ও প্রতিবেশী জানান, যুবলীগ নেতা দেলোয়ারের স্ত্রী উপজেলার নয়াপুরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আলীফ রেস্টুরেন্টের ম্যানেজার নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার নাহিদের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এটা পারিবারিক ভাবে ঘটনাটি জানাজানি হলে অনেক বার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকালে নীলা বেগম ম্যানেজার নাহিদকে নিয়ে রূপগঞ্জের উপজেলার ৩'শ ফিট এলাকায় পালিয়ে যায়। পরে স্বামী দেলোয়ার জানতে পেরে ঐ জায়গা থেকে বৃহস্পতিবার রাত ১ টার দিকে একটি মাইক্রোবাসে করে
তাদেরকে নিয়ে আসে।এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে নীলা বেগম সময় বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেলোয়ার হোসেন মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী নীলাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ধামাচাপা দিলে লেগে পড়ে
দেলোয়ারের লোবজন। সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি স্ট্রোক করে মারা গেছে। আত্মহত্যার বিষয়টিও শুনতে পেরেছি। তবে তদন্ত পূর্বক বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: