বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকচালক নিহত, সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবান-রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে

প্রথম নিউজ, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বান্দরবান-রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বান্দরবান-রুমা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
নিহত ট্রাকচালকের নাম আবদুল গফুর (৫৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ের হাসিম পাড়ার দারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি চালবোঝাই ট্রাক বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে রোয়াংছড়ির মুরুং বাজারের আগে বেইলি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর হঠাৎ ব্রিজটি ভেঙে পড়েএতে ব্রিজের ওপর ট্রাকটি উল্টে পড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থলেই মারা যান। ব্রিজ ভেঙে পড়ায় বান্দরবান-রুমা সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে মুরুং বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার বলেন, বান্দরবান থেকে চালবোঝাই ট্রাক ব্রিজে ওঠার পর ব্রিজ ভেঙে ট্রাকটি উল্টে যায়। এতে চালকের মৃত্যু হয়েছে। বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: