না’গঞ্জের ফতুল্লায় অটো রিকশা চালক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীন আলম নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা

না’গঞ্জের ফতুল্লায় অটো রিকশা চালক খুন
না’গঞ্জের ফতুল্লায় অটো রিকশা চালক খুন
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীন আলম নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা। শনিবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার  ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন আলমের বাড়ি বগুড়া জেলার ধুপচাচিয়া ইউনিয়নের ঘাটমাগুরা গ্রামে। তিনি ফতুল্লায় ভাড়া থাকতেন এবং অটোরিকশা চালাতেন। স্থানীয়রা জানান, রাত একটার দিকে অটো রিকশায় যাত্রী নিয়ে হাজীপাড়া মাদ্রাসার সামনে গেলে পথে বসে থাকা মাদকসেবী আশরাফুলের পায়ে ধাক্কা লাগে। এ নিয়ে চালক শাহীন ও আশরাফুলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল
শাহীনকে মারধর করে। খবর পেয়ে শাহীনের বন্ধুরা গিয়ে প্রতিবাদ করলে মাদকসেবীরা শাহীন ও তার এক
বন্ধুকে ছুরিকাঘাত করে। পরে আহতদের সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরতচিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে
প্রেরণ করে। ফতুল্লা থানার ওসি রিজাউল হক জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টাসহ
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: