মানিকগঞ্জে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি
বুধবার(১০ আগস্ট) রাতের কোনো এক সময় উপজেলার উথলী ইউনিয়নের কাতরাশিন দক্ষিণ পাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে একটি করবস্থান থেকে কবর খুঁড়ে ৫ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার(১০ আগস্ট) রাতের কোনো এক সময় উপজেলার উথলী ইউনিয়নের কাতরাশিন দক্ষিণ পাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন ৬টি কবর খুঁড়া। এর মধ্যে ৫টি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি নিয়ে যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews