এডিসির স্বাক্ষর জাল করেন প্রতারক জসিম উদ্দিন
রাজশাহীতে অতিরিক্ত জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের প্রশাসকের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতারণা করেন মো. জসিম উদ্দিন নামের এক প্রতারক
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে অতিরিক্ত জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের প্রশাসকের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতারণা করেন মো. জসিম উদ্দিন নামের এক প্রতারক। পরে এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান পুঠিয়া থানায় মামলা করেন।
দায়েরকৃত ওই মামলার প্রেক্ষিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রতারককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বিশেষ পুলিশ বিভাগের (সিআইডি) একটি টিম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশেষ পুলিশ বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। তিনি বলেন, মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) প্রতারক জসিমকে তার নিজ বাড়ি থেকে উপপরিদর্শক মো. এনামুল হক ও তার টিম গ্রেফতার করেছে। এ ঘটনার বিস্তারিত তিনিই বলতে পারবেন।
জানতে চাইলে মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. এনামুল হক বলেন, প্রতারক জসিম ২০২০ সালের ২৫ নভেম্বর পুঠিয়ার বাশঁবাড়িয়া এলাকার জুয়েল নামের এক ইউপি সদস্যকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে তাকে তার আবাদী কৃষি জমি পুকুর খননের অনুমতির কাগজ হিসেবে এনে দেন। পরবর্তীতে জুয়েল তার আবাদী জমিতে পুকুর খনন করলে পুঠিয়া ভূমি কার্যালয় থেকে বাধা প্রদান করা হয়। অতঃপর জুয়েল প্রতারক জসিমের প্রদানকৃত জাল অনুমতিপত্রটি বের করে দেখান। পরে তারা কাগজটি যাচাই করে বুঝতে পারেন এটি ভুয়া বা জাল অনুমতি পত্র। এরপর পুঠিয়া ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর জুয়েলের নামে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, ওই মামলাটির নিষ্পত্তির জন্য পরে পুঠিয়া থানা থেকে বিশেষ পুলিশ বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হলে জুয়েলকে গ্রেফতার করা হয়। জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম নামের এক প্রতারক তাকে ৫০ হাজার টাকা অর্থের বিনিময়ে পুকুর কাটার জন্য এডিসির অনুমতি এনে দেন। কিন্তু কাগজটি জাল সেটি তিনি জানতেন না। জুয়েলের দেওয়া তথ্য যাচাইপূর্বক সত্যতা মেলাই আজ (বুধবার) জসিমকে গ্রেফতার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মামলার বাদী মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী জেলা প্রশাসকের এডিসি স্যারের স্বাক্ষর জাল করার মতো জঘন্য কর্ম করে রাষ্ট্র তথা সরকারি বিধি ভঙ্গ করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়ের করি। শুনেছি আজ মূল প্রতারক জসিম গ্রেফতার হয়েছে। তার যথাযথ শাস্তি দাবি করছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: