বান্দরবানে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

শুক্রবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শৈ চিং উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা হেডম্যান পাড়ার বাসিন্দা।

বান্দরবানে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

প্রথম প্রথম নিউজ,বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় ঘরে ঢুকে শৈ চিং মং (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শৈ চিং উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শৈ চিং লামা উপজেলার রুপসী পাড়ার বাসিন্দা ছিলেন। গত ১৫-১৬ বছর আগে বাগমারা হেডম্যান পাড়া এলাকায় বসবাস শুরু করেন এবং জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে বসত ঘরে ঢুকে শৈ চিং মারমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা সঠিক জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom