ঘরের চালের পানি পড়া নিয়ে ঝগড়া, চাচাকে কুপিয়ে হত্যা

 ঘরের চালের পানি পড়া নিয়ে ঝগড়া, চাচাকে কুপিয়ে হত্যা
ঘরের চালের পানি পড়া নিয়ে ঝগড়া, চাচাকে কুপিয়ে হত্যা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানায় ঘরের চালের পানি পড়া নিয়ে বাগবিতণ্ডায় ভাতিজার হাতে খুন হয়েছেন আবু বক্কর (৫৫) নামের এক ব্যক্তি।

সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই এলাকার আফজাল আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জাগো নিউজকে বলেন, আবু বক্কর ও তার ভাই রুকু মিয়ার বাড়ি পাশাপাশি। আবু বক্করের একটি ঘরের চালের পানি রুকু মিয়ার সীমানায় পড়ে। এ নিয়ে সোমবার সকালে আবু বক্করের সঙ্গে রুকু মিয়ার ছেলে সবুজের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সবুজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বক্করকে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom