নদী থেকে বস্তাবন্দী যুবক উদ্ধার
প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার ত্রিমোহনী নদী থেকে জাহিদ হোসেন (২২) নামে এক যুবককে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা শিকলে বাঁধা ছিল। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
জাহিদ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের ওপর হাঁটতে গিয়ে নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে জাহিদ হোসেনকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে জাহিদ জীবিত আছেন বুঝতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও কামরুল হাসান প্রিন্স বলেন, ছেলেটির শরীরে সম্ভবত কোনো চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে ছেলেটি সুস্থ আছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটিকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তবে তাকে হত্যার উদ্দেশ্যে অজ্ঞান করে বস্তায় ভরে নদীতে ফেলা হয়েছিল কি না বা অন্য কোনো ঘটনা আছে কি না পুলিশ তা তদন্ত করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews