নৈশপ্রহরীকে হত্যার পর ব্যাটারির দোকানে ডাকাতি

আজ রোববার ভোরে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত সামাদ ঝিকরগাছার বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।

নৈশপ্রহরীকে হত্যার পর ব্যাটারির দোকানে ডাকাতি
ফাইল ফটো
প্রথম নিউজ,যশোর: যশোরের ঝিকরগাছায় আব্দুস সামাদ (৭০) নামের এক নৈশপ্রহরীকে হত্যার পর ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত সামাদ ঝিকরগাছার বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।
ঝিকরগাছা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে পিকআপ নিয়ে হানা দেয় ৮-১০ জনের একদল ডাকাত। অস্ত্রের মুখে বাজারের চার জন নৈশপ্রহরীর হাত-পা ও মুখ গামছা এবং স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে তারা। এ সময় ডাকাতদের আঘাত ও শ্বাসরোধে নৈশপ্রহরী সামাদের মৃত্যু হয়।
এরপর ডাকাতরা ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কসপের তালা কেটে অন্তত ২৫টি হ্যামকো ব্যাটারি (ট্রাক ও আইপিএসে ব্যাটারি) লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নৈশপ্রহরী সামাদের মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার কপালে আঘাতের চিহ্ন আছে।
ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উর রহমান জাগো নিউজকে বলেন, ‘ঝিকরগাছা বাজারের চার নৈশপ্রহরীকে বেঁধে রেখে একটি ব্যাটারির দোকানে ডাকাতি হয়েছে। এ সময় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom