ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই
আটকরা হলেন- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০), মাহবুবুর রহমান (২৭)।
প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সামনে থেকে পাঁচ ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে র্যাব।আজ শনিবার দুপুর একটার দিকে সাতক্ষীরা র্যাব কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটি জানানো হয়।
আটকরা হলেন- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০), মাহবুবুর রহমান (২৭)। তারা যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা র্যাবের কোম্পানী কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদে শুক্রবার সকাল ৭টার দিকে পাটকেলঘাটার হারুন-অর-রশিদ কলেজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটকের পর প্রথমে তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: