বিয়েবাড়িতে কিশোরীর সর্বনাশ, প্রধান আসামি গ্রেফতার

শনিবার (৮ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

বিয়েবাড়িতে কিশোরীর সর্বনাশ, প্রধান আসামি গ্রেফতার

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে প্রতিবেশি চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এক কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. টিপুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৮ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. টিপু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালিপাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই টিপু চট্টগ্রামের ইপিজেড পালিয়ে যায়। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় টিপুকে গ্রেপ্তার করতে দুই বার চট্টগ্রামে অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাট বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাদা পোশাকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আমরা তাকে আদালতে সোপর্দ করবো।

প্রসঙ্গত, গত  ৪ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রতিবেশী চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরবর্তীতে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত টিপু ও তার মা-বাবাসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom