বাগেরহাটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
শনিবার রাতে ওই ভ্যানচালক হাডুডু খেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
প্রথম নিউজ,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড় হোচলা গ্রামে মধু বাগচি (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ওই ভ্যানচালক হাডুডু খেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ঘটনার সময় আহত ভ্যানচালকের চিৎকার শুনে তার স্ত্রী তৃপ্তি বাগচি ঘটনাস্তলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ফরিকহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বড় হোচলা গ্রামের মুকুন্দ বাগচির ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম পরিবারের বরাত দিয়ে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: