সেনাপ্রধানের সঙ্গে তানজিম ছারোয়ারের বাবা-মায়ের সাক্ষাৎ
প্রথম নিউজ, অনলাইন: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন-এর বাবা-মা সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। এ সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন-এর পিতা-মাতা সন্তান হারানোর
বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৭ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরপূর্বক সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। আইএসপিআর।