শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই ছবির দর্শক নন্দিনী অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত। তিনি অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন। এবার পাওয়া গেল আরও একটি খারাপ খবর। মায়ের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে শাবনূরের পুত্রও।
বিষয়টি শাবনূর নিজেই জানিয়েছেন ফেসবুকে।
জানা গেছে, শাবনূরের ছেলে আইজান নেহানের কোভিড রেজাল্ট পজিটিভ। তাকে বাসাতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
শাবনূর তার স্ট্যাটাসে লেখেন, ‘আবারো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে।
এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। ’
আইজান যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন শাবনূর।
দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন শাবনূর। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের জনপ্রিয় এ নায়িকাকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: