শতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাইরে চলে যায়। এ সময় বাসটিতে থাকা পাঁচ-ছয় জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েক জন শিক্ষার্থী।
গাড়িতে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, ‘আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তের মধ্যে রাস্তার বাইরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি।’
এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন, ‘বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ। আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা লোক পাঠিয়েছি। সার্বিক দিক বিবেচনায় আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।’
এ বিষয়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘এখানে ড্রাইভারের ভুল ছিল। তিনি অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নামিয়ে দেন। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তী সময়ে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতি দ্রুত একটি সিদ্ধান্ত নেবো এবং রাস্তাটি সংস্কার করতে কর্তৃপক্ষকে অবহিত করবো।’