রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

বৃহস্পতিবারও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। এ দাবি করে মস্কো। খবর বিবিসির।

রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: এবার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেনীয় বাহিনী বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। বৃহস্পতিবারও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। এ দাবি করে মস্কো। খবর বিবিসির। মস্কো বলছে, ইউক্রেন সীমান্তবর্তী তাদের এলাকায় নিয়মিত গুলি ছুড়ছেন ইউক্রেনীয় সেনারা।  মস্কোর এমন দাবির পর পরই এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আজ আরও হামলা চালালো সন্ত্রাসীরা। সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন তারা।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেন সীমান্তঘেঁষে তাদের একটি গ্রামে ঢুকে বেসামরিক গাড়িতে গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১০ বছর বয়সি একটি ছেলে আহত হয়েছেন। রাশিয়ার অভিযোগ, দৃঢ়ভাবে অস্বীকার করে জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেন, সীমান্তে হামলা চালানোর বিষয়টি রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি। অন্য দেশের ওপর হামলা চালানো ন্যায়সঙ্গত বিষয়টি বোঝাতে রাশিয়া তার জনগণকে ভয় দেখাতে চায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: