সোমবার থেকে স্কুল-কলেজ খুলছে ত্রিপুরায়
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় আগামী ৩১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সংবাদ সম্মেলনে শনিবার (২৯ জনুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি জানান, বিধিনিষেধ মেনেই প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা থাকবে ৩১ জানুয়ারি থেকে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শনিবার (২৯ জানুয়ারি) শিক্ষা দপ্তরের সচিব, দুই কর্মকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গেও কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর সেখান থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: