ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে বলে বুধবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই বিবৃতি দেন। এর আগে ব্লিঙ্কেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরমান বিভিন্ন সময় যুদ্ধাপরাধের অভিযোগের কথা বলেছেন। খবর সিএনএন ও ডেইলি সাবাহর।
সেগুলো ছিল তাদের ব্যক্তিগত মন্তব্য। এবার সেই অভিযোগ রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে তুলল যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে বলছি, যেসব তথ্য পেয়েছি< তাতে আমরা মনে করছি— ইউক্রেনে রাশিয়ার সেনারা যুদ্ধাপরাধ করছেন। প্রাপ্ত তথ্য সতর্কভাবে পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্তে পৌঁছেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর পর অবশ্য রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যায় ইউক্রেন।
এর পরিপ্রেক্ষিতে আইসিজে প্রাথমিক এক আদেশে ইউক্রেনে অবিলম্বে হামলা বন্ধের নির্দেশ দেন। আইসিজের সেই নির্দেশ মানবে না বলে ঘোষণা দেয় মস্কো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews