রাজধানীতে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলেন, রমজান আলী (২৭) ও ২ আনোয়ার হোসেন (২৮)। এ সময় তাদের থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ৩টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ১২টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর ধলপুর ও সায়েদাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৩৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা মূল্যের ১১ হাজার ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, রমজান আলী (২৭) ও ২ আনোয়ার হোসেন (২৮)। এ সময় তাদের থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ৩টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছু দিন যাবত ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews