ঢাকায় প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী আগামীকাল
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকায় প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ৫ টি স্থানে (যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান) প্রায় ২৩ লাখ মানুষকে কলেরা টিকাদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে। এ টিকাদান কার্যক্রমে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর,বির দায়িত্ব পালন করছে। এ কার্যক্রমের আওতায় আগামী ২৬শে জুন হতে ২রা জুলাই ১ম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, এমপি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews