ঢাকায় প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী আগামীকাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে।

ঢাকায় প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী আগামীকাল
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: ঢাকায় প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচি আগামীকাল  রোববার থেকে শুরু হচ্ছে।  জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ৫ টি স্থানে (যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান) প্রায় ২৩ লাখ মানুষকে কলেরা টিকাদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে। এ  টিকাদান কার্যক্রমে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর,বির দায়িত্ব পালন করছে। এ কার্যক্রমের আওতায় আগামী ২৬শে  জুন হতে ২রা জুলাই ১ম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে।  প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী করবেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom