রমজানে স্কুল ও কলেজের ক্লাস চলবে ২০শে এপ্রিল পর্যন্ত

রমজান মাসে স্কুল কলেজে ক্লাস ৬ দিন কমিয়ে আনা হয়েছে

রমজানে স্কুল ও কলেজের ক্লাস চলবে ২০শে এপ্রিল পর্যন্ত
রমজানে স্কুল ও কলেজের ক্লাস চলবে ২০শে এপ্রিল পর্যন্ত

প্রথম নিউজ, ঢাকা: রমজান মাসে স্কুল কলেজে ক্লাস ৬ দিন কমিয়ে আনা হয়েছে। ২৬শে এপ্রিলের পরিবর্তে ২০শে এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। একইসঙ্গে ক্লাস চলার সময় শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয় আগের সিদ্ধান্ত অনুযায়ি ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।  সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ২৪শে রমজান পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাশ চালু রাখার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ২০শে এপ্রিল পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। রমজানে ছুটি বাড়িয়ে ক্লাস কমানোর বিষয়ে তিনি বলেন, যানজটের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে ২৬শে এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালানোর নির্দেশনা দেয়া হয়েছিল। করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পোষাতে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom