যুবদল নেতা মামুন হাসানের তিন বছরের কারাদণ্ড

আজ বুধবার দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

যুবদল নেতা মামুন হাসানের তিন বছরের কারাদণ্ড

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ বুধবার দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামুন হাসানের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মামলাটির একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই সাক্ষী এবং যুক্তিতর্কের কোনো সুযোগ দেয়া হয়নি। 

যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান জানিয়েছেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪২৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬৯টি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে না পেরে এখন একতরফাভাবে মামলার সাজা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তবে এভাবে সাজা দিয়ে স্বৈরাচার সরকারের পতনের ঠেকাতে পারবে না।