যুবদলের সাধারন সম্পাদকের মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
প্রথম নিউজ.জামালপুর প্রতিনিধি: উচ্চ আদালতের আদেশ অমান্য করে কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম হোসেন মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার ৯জুন বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসের সামনের রাস্তায় সদর উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
এ সময় বক্তৃতা করেন, যুবদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, আমানুল্লাহ আমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ প্রমূখ। সমাবেশে শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া, কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম হোসেন মুন্নাসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
তিনি আরো বলেন, অবৈধ সরকার আজ আন্দোলনকারীদেরকেও ভয় পায়। এ সরকারের অধীনে আর কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, চোরে না শুনে ধর্মের কাহিনী। তাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র উদ্বারের আন্দোলনে যুবদলের সকল নেতাকর্মীদের এক সাথে রাজপথে থাকার আহবান জানান।